
মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
বগুড়া ধুনট উপজেলার গোসাই বাড়ি ইউপির চৌধুরী পাড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত রঞ্জু মিয়ার ছেলে মো: সুজন (২০) তার আপন বোনকে দীর্ঘ দুই বছর হলো ধর্ষণ করে আসছেন।গত ১৮ ই মার্চ দিবা গত রাতেও ভাইয়ের সাথে বোনের ইচ্ছার বিরুদ্ধে একই ঘটনা ঘটে।ভিকটিমের সাথে কথা বলে জানা যায় তার আপন ভাই সুজন ছাড়াও তার ভাইয়ের বন্ধুরা মিলে বিভিন্ন সময় তাকে ধর্ষন করেছেন।বিষয় টা তার মা সহ পরিবারে জানালে তার পরিবারের লোকজন ঘটনা বিশ্বাস করে নি।মেয়েটি নিতান্তই অসহায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জাতীয় হেল্পলাইন ১০৯ এ কল করে আইনি সহায়তা নেন।পরে ধুনট থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ভিকটিম কে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং তার ভাই সুজন কে বগুড়া গাবতলি থেকে আটক করে।
স্থানীয় ভাবে জানা যায়, ভিকটিমরা দুই বোন এক ভাই ভিকটিম সবার ছোট। ভিকটিমের যখন ১০ বছর বয়স ছিলো তখন ভিকটিম তার বড় বোনের শ্বশুর কতৃক ধর্ষিত হয়েছিলেন।ভিকটিমের বাবা তিন বছর আগে গলায় ফাঁসি দিয়ে মারা যান
ভিকটিমের মা ঢাকায় তৈরি পোশাক শিল্পে কাজ করেন।বর্তমানে ভিকটিম এবং ধর্ষনের ঘটনায় অভিযুক্ত তার বড় ভাই নানির জিম্মায় নানির বাড়িতে ছিলেন।
জানতে চাইলে,ধুনট থানা পুলিশ জানান ১০৯ থেকে অভিযোগ পেয়ে ঘটনা স্থল থেকে ভিকটিম কে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এবং অভিযান পরিচালনা করে অভিযুক্ত সুজন কে জেলার গাবতলি থানা এরিয়া থেকে আটক করা হয়েছে।