ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উদ্যোগে পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে ৬ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ফকির পাড়া বস্তি এবং রেহাইচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাব্বির আহমেদ রোবেল।
অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান পৃথক প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুযায়ী নিম্নোক্ত সাজা প্রদান করেনঃ মোঃ হাসান আলী (৪৬)কে ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড। শ্রী কাজল কর্মকার (৩৭) ও মোঃ হারুন (৩৫) এর প্রত্যেকের ০২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড। মোঃ মোহাইমেনুল ইসলাম (৩৪) ও মোঃ মাহাবুব (৩৩) এর প্রত্যেকের ০২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড। মোঃ নাদিম হোসেন (৫১), ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড।
অভিযান চলাকালীন আসামিদের কাছ থেকে মোট ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনের নিকট থেকে ২০ গ্রাম করে এবং বাকি তিনজনের নিকট থেকে ১০ গ্রাম করে গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকমুক্ত সমাজ গড়তে জেলাজুড়ে এই ধরনের ঝটিকা অভিযান ও টাস্কফোর্স কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 
















