নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৩ জানুয়ারি মঙ্গলবার পাঁচন্দর ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে
ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে পাঁচন্দর ইউপি ভবন চত্তরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম ও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা,সহকারী অধ্যাপক আব্দুল খালেক, জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, তানোর পৌর বিএনপির সাবেক সহসভাপতি আবু সাঈদ,কামারগাঁ ইউপি বিএনপির নেতা সুলতান আহম্মেদ ও রবিউল ইসলাম মাস্টার,মিজানুর রহমান লাটু, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, লুৎফর রহমান, কামরুল ইসলাম ,তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল, লফর উদ্দিন, শহীদুল ইসলাম,মাসুদ করিম ও দুরুল হুদাপ্রমুখ।
এদিন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম দোয়া পরিচালনা করেন।
এছাড়াও ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মীসমর্থকগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

















