নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে দাদন ব্যবসায়ির খপ্পড়ে পড়ে অটো/ভুটভুটি চালক নিঃস্ব থানায় লিখিত অভিযোগ। অভিযোগকারী মিলন আলী (৫৩) পিতা মৃত আবুল হোসেন। তিনি উপজেলার ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়নের চকদমদমা গ্রামের বাসিন্দা।
থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১০ মাস আগে একই ইউনিয়নের জুড়ানপুর গ্রামের ওয়াসিম হোসেন (৩৫) পিতা ইন্তাজ আলীর কাছ থেকে ধার বাবদ ৬৫ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে সময়ের প্রয়োজন হওয়ায় টাকা পরিশোধে বিলম্ব হলে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী ও ছেলের নামে থাকা দুটি ব্যাংক হিসাবের চেক গ্রহণ করেন।
গত ৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার বাড়িতে এসে ভুটভুটি গাড়ি নিয়ে রাজশাহীতে মালামাল আনার কথা বলে গাড়িটি নিয়ে যান। পরে ফোনে যোগাযোগ করে মূল টাকা ও সুদসহ চার লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে চেকের মাধ্যমে মামলা করে অর্থ উত্তোলনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ভুটভুটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সুযোগ পেলে তাকে হ/ত্যা করার হুমকিও দিচ্ছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও অভিযুক্ত ব্যক্তির সুদের চাপে এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছিলেন বলে এলাকায় আলোচনা রয়েছে।এ বিষয়ে একাধিক স্থানীয় ব্যক্তি ঘটনার সত্যতা সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

















