০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন ,
স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের কলাবাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার আড়কাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎ক্ষতিগ্রস্ত কৃষক আশাদুল ইসলাম (৪৯) ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মৃত ছাবাত সোনার ছেলে।

‎আশাদুল ইসলাম জানান, প্রায় পাঁচ বছর আগে তিনি চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মৃত ছাবাত সোনার স্ত্রী মমেদা বেওয়া এবং ঝিনাই গ্রামের মো. আব্দুস সালামের স্ত্রী আবেদা বেগমের কাছ থেকে লক্ষীপুর মৌজার আড়কাটিয়া গ্রামের খতিয়ান নং ১৩৪১ ও ১৩৪৩, জে. এল. নং ৩৫-এর আওতাধীন মোট ৬৫ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

‎ তিনি আরও জানান, ওই জমির মধ্যে ৫৬৩১ ও ৫৬৩৮ দাগের ১৩ শতাংশ জমিতে প্রায় ৯ মাস আগে তিনি কলাবাগান গড়ে তোলেন। কিন্তু গত শুক্রবার সকালে কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোছাব্বর রহমান (৫৩), মকুল হোসেনসহ কয়েকজন ব্যক্তি তার ক্রয়কৃত জমিতে অনধিকার প্রবেশ করে লাগানো কলাগাছ কেটে নষ্ট করে এবং জমি দখলের চেষ্টা চালায়।

‎ এ ঘটনায় তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আশাদুর ইসলাম। তিনি বলেন, “আমি বৈধভাবে জমি কিনে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। হঠাৎ করে আমার সব কলাগাছ কেটে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

‎অভিযোগের বিষয়ে বিবাদী মোছাব্বর রহমান সংবাদকর্মীদের জানান, “এটি আমাদের নিজস্ব সম্পত্তি। আমরাই কলাবাগান করেছি এবং বাড়ি নির্মাণের জন্য কলাগাছ কাটা হয়েছে। ওই জমির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মিথ্যা অভিযোগ করে আমাদের হয়রানি করছে।”

‎ এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ

আপডেট সময় : ০৪:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

মিজানুর রহমান মিলন ,
স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের কলাবাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার আড়কাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎ক্ষতিগ্রস্ত কৃষক আশাদুল ইসলাম (৪৯) ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মৃত ছাবাত সোনার ছেলে।

‎আশাদুল ইসলাম জানান, প্রায় পাঁচ বছর আগে তিনি চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মৃত ছাবাত সোনার স্ত্রী মমেদা বেওয়া এবং ঝিনাই গ্রামের মো. আব্দুস সালামের স্ত্রী আবেদা বেগমের কাছ থেকে লক্ষীপুর মৌজার আড়কাটিয়া গ্রামের খতিয়ান নং ১৩৪১ ও ১৩৪৩, জে. এল. নং ৩৫-এর আওতাধীন মোট ৬৫ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

‎ তিনি আরও জানান, ওই জমির মধ্যে ৫৬৩১ ও ৫৬৩৮ দাগের ১৩ শতাংশ জমিতে প্রায় ৯ মাস আগে তিনি কলাবাগান গড়ে তোলেন। কিন্তু গত শুক্রবার সকালে কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোছাব্বর রহমান (৫৩), মকুল হোসেনসহ কয়েকজন ব্যক্তি তার ক্রয়কৃত জমিতে অনধিকার প্রবেশ করে লাগানো কলাগাছ কেটে নষ্ট করে এবং জমি দখলের চেষ্টা চালায়।

‎ এ ঘটনায় তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আশাদুর ইসলাম। তিনি বলেন, “আমি বৈধভাবে জমি কিনে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। হঠাৎ করে আমার সব কলাগাছ কেটে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

‎অভিযোগের বিষয়ে বিবাদী মোছাব্বর রহমান সংবাদকর্মীদের জানান, “এটি আমাদের নিজস্ব সম্পত্তি। আমরাই কলাবাগান করেছি এবং বাড়ি নির্মাণের জন্য কলাগাছ কাটা হয়েছে। ওই জমির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মিথ্যা অভিযোগ করে আমাদের হয়রানি করছে।”

‎ এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”