নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তানোর প্রেসক্লাব।
এক শোকবার্তায় তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন,সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম রনজু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, অর্থ সম্পাদক ইমরান হোসাইন,প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুর রহমান সুজন এবং দপ্তর সম্পাদক আশরাফুল আলম।
এছাড়াও শোক জানিয়েছেন প্রেসক্লাবের জেনারেল সদস্য শরিফুল ইসলাম, মাহবুব আলম জুয়েল,লুৎফর রহমান,টিপু সুলতান,মমিনুল ইসলাম মুন।
শোকবার্তায় তানোর প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও সাহসী রাষ্ট্রনায়ককে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁরা মরহুমার রুহের শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টারের নাম 

















