নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ মামুনের স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব তানোর প্রেস ক্লাব কার্যালয়ে বিদেহী আত্মা শান্তি ও মাগফিরাত কামনায় অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু। তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সালাউদ্দিন প্রামানিক।
তানোর থানা মোড় আদর্শ বনিক সমিতির সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক আজগর আলী, তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার। তানোর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জুর। সাংবাদিক টিপু সুলতান। কোষাধক্ষ ইমরান হোসেন।
তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর, সাধারন সম্পাদক সারোয়ার হোসেন,সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান মিঠু, অবাইদুর রহমান সুজন, ফারুক, রাজু, মাহাবুর,তানোর উপজেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক। তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা,বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম (নান্টু)তানোর পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমসের সরকার,জামাত নেতা মাহাবুর, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম,রানা, রুস্তম, এনামুল,তোফাজ্জল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তানোর উপজেলা আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, তানোর পৌর সবার ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আফজাল হোসেন।
দোয়া মোনাজাত করেন তানোর থানা মসজিদের প্রেস ইমাম রফিকুল ইসলাম। এসময় তানোর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক ও মাদ্রাসার পরিচালক মাসুম বিল্লাহ সহবিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও থানা মোড়ের বিভিন্ন দোকানী ও সুধীজন দোয়ার অংশ গ্রহন করেন। উল্লেখ্য, গত বুধবার ভোরে হঠাৎ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন সাংবাদিক মামুনুর রশীদ।
রিপোর্টারের নাম 

















