মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:
ভোগান্তি, অতিরিক্ত বিল ও বৈষম্যের অভিযোগ, ৩ দফা দাবি উত্থাপন
গোদাগাড়ী (রাজশাহী): নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক স্থাপিত ডিজিটাল প্রিপেইড বৈদ্যুতিক মিটার বাতিলের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ গ্রাহকদের ভোগান্তি, অতিরিক্ত বিল এবং নীতিগত বৈষম্যের অভিযোগ তুলে ধরে ‘গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সদরের ডাইংপাড়া মোড়ে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
মূল দাবিগুলো:
মানববন্ধনে বক্তারা ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধসহ তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:
১. ডিজিটাল প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা।
২. ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ক্ষেত্রে একই মূল্য নির্ধারণ করা।
৩. গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ বাতিল করা।
বক্তাদের অভিযোগ ও হুঁশিয়ারি
বক্তারা বলেন, ডিজিটাল প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত হিসাব না বুঝেই গ্রাহকদের টাকা কেটে নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন সরকারি দপ্তর ও অফিসে এখনো পোস্ট-পেইড মিটার চালু রয়েছে, অথচ সাধারণ জনগণের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হয়েছে। এটিকে স্পষ্ট বৈষম্য ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে তারা অভিযোগ করেন যে পর্যাপ্ত জরিপ ও জনমত যাচাই ছাড়াই জোরপূর্বক এই মিটার বসানো হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে প্রিপেইড মিটার প্রত্যাহার এবং গ্রাহকদের দাবির প্রতি কর্ণপাত না করা হলে গোদাগাড়ীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
স্মারকলিপি প্রদান
গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, গোদাগাড়ী শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ এস এম বরজাহান আলী পিন্টু প্রমুখ।
মানববন্ধন শেষে আয়োজকদের একটি প্রতিনিধি দল গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্নের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম
01712483534
রিপোর্টারের নাম 

















