০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে এফএইচ অ্যাসোসিয়েশনের বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের আতাহার, গোবরাতলা, ঝিলিম ও শাহজাহানপুর—এই চারটি কমিউনিটিতে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) একযোগে অনুষ্ঠিত হয়েছে ফুড ফর দ্য হাংরি, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ও এফএইচ অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান। দিনব্যাপী চারটি ভিন্নস্থানে আয়োজিত এসব অনুষ্ঠানে মোট ৯০৬ শিশু উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

চলতি বছর এফএইচ অ্যাসোসিয়েশন মোট ৩,২৮৬ জন নিবন্ধিত শিশুকে বার্ষিক শিক্ষা কার্যক্রমের আওতায় সমাপনী অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করছে।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষাগত অগ্রগতি, অর্জন, ভবিষ্যৎ উন্নয়ন এবং পরিবার–কমিউনিটির ভূমিকা—এসব বিষয়কে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়। শিশুদের মাঝে শুকনা খাবার বিতরণ, বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শিশুরা ধর্মীয় ও দেশাত্মবোধক গান, ছড়া ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবক, শিক্ষক, ধর্মীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মতামত দেন যে, এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষার প্রতি উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-প্রধান শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটি (সিডিসি) সদস্যসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান। তিনি বলেন, “পড়াশোনা একজন মানুষের জীবন বদলে দেওয়ার শক্তি রাখে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যাতে শিশুরা পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত যত্ন সম্পর্কে সচেতন হয়। বিশেষ করে মা’দের শিশুদের মানসিক সুস্থতার দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব। তিনি বলেন, শিশুদের শিক্ষাজীবনে বাবা–মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের নিয়মিত তদারকি প্রয়োজন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিসকু, ভ্যালু এক্সচেঞ্জ রিলেশনশিপ কো-অর্ডিনেটর মেহেজাবিন জাহান, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর রনি মুরমু ও ডিজিটাল অ্যান্ড টেকনোলজি কো-অর্ডিনেটর মুশফিকার আলী।

দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিয়াড়ধাইনগর গ্রাম উন্নয়ন কমিটির (সিডিসি) সভাপতি মো. মনিরুল ইসলাম।
আয়োজকদের মতে, এই বার্ষিক সমাপনী অনুষ্ঠান চারটি কমিউনিটিতে শিশুদের শিক্ষার অগ্রযাত্রা আরও শক্তিশালী করবে এবং পরিবার ও কমিউনিটির সঙ্গে শিশুদের সম্পৃক্ততা বাড়াবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১ মানব পাচারকারীসহ ৪জন আটক

চাঁপাইনবাবগঞ্জে এফএইচ অ্যাসোসিয়েশনের বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান

আপডেট সময় : ০৪:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের আতাহার, গোবরাতলা, ঝিলিম ও শাহজাহানপুর—এই চারটি কমিউনিটিতে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) একযোগে অনুষ্ঠিত হয়েছে ফুড ফর দ্য হাংরি, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ও এফএইচ অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান। দিনব্যাপী চারটি ভিন্নস্থানে আয়োজিত এসব অনুষ্ঠানে মোট ৯০৬ শিশু উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

চলতি বছর এফএইচ অ্যাসোসিয়েশন মোট ৩,২৮৬ জন নিবন্ধিত শিশুকে বার্ষিক শিক্ষা কার্যক্রমের আওতায় সমাপনী অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করছে।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষাগত অগ্রগতি, অর্জন, ভবিষ্যৎ উন্নয়ন এবং পরিবার–কমিউনিটির ভূমিকা—এসব বিষয়কে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়। শিশুদের মাঝে শুকনা খাবার বিতরণ, বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শিশুরা ধর্মীয় ও দেশাত্মবোধক গান, ছড়া ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবক, শিক্ষক, ধর্মীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মতামত দেন যে, এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষার প্রতি উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-প্রধান শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটি (সিডিসি) সদস্যসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান। তিনি বলেন, “পড়াশোনা একজন মানুষের জীবন বদলে দেওয়ার শক্তি রাখে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যাতে শিশুরা পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত যত্ন সম্পর্কে সচেতন হয়। বিশেষ করে মা’দের শিশুদের মানসিক সুস্থতার দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব। তিনি বলেন, শিশুদের শিক্ষাজীবনে বাবা–মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের নিয়মিত তদারকি প্রয়োজন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিসকু, ভ্যালু এক্সচেঞ্জ রিলেশনশিপ কো-অর্ডিনেটর মেহেজাবিন জাহান, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর রনি মুরমু ও ডিজিটাল অ্যান্ড টেকনোলজি কো-অর্ডিনেটর মুশফিকার আলী।

দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিয়াড়ধাইনগর গ্রাম উন্নয়ন কমিটির (সিডিসি) সভাপতি মো. মনিরুল ইসলাম।
আয়োজকদের মতে, এই বার্ষিক সমাপনী অনুষ্ঠান চারটি কমিউনিটিতে শিশুদের শিক্ষার অগ্রযাত্রা আরও শক্তিশালী করবে এবং পরিবার ও কমিউনিটির সঙ্গে শিশুদের সম্পৃক্ততা বাড়াবে।