নিখোঁজ: মোঃ ইউসুফ আলী
বয়স: প্রায় ১৩ বছর।
জন্ম তারিখ: ০৮-০১-২০১২।
নিখোঁজের স্থান ও সময়: ২২ অক্টোবর ২০২৫ খ্রিঃ, বুধবার, সকাল ০৬:০০ ঘটিকায়, বাড্ডা থানাধীন সাতারকুল এলাকা, ঢাকা থেকে।
শারীরিক বিবরণ: উচ্চতা ৪ ফিট ৬ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, চুলের রঙ কালো।
পিতা-মাতা: মোঃ রবিউল ইসলাম ও মোসাঃ ফরিদা খাতুন।

স্থায়ী ঠিকানা: গোয়ালডুবী, চরবাগডাঙ্গা, চাঁপাই নবাবগঞ্জ।
জিডি নং: ২৭১৮ (বাড্ডা থানা, তারিখ: ২৯/১০/২০২৫)।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ইউসুফ আলীর সন্ধান পান, তবে মানবিক কারণে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ:
মোঃ রাসেল: 0177272534
পিতা, মোঃ রবিউল ইসলাম: 01717486351
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম
01712483534
রিপোর্টারের নাম 

















