০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর বাগমারা উপজেলার ভূমি অফিসকে দালাল মুক্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম রাজ

রাজশাহীর বাগমারা উপজেলার ভূমি অফিসকে দালাল মুক্ত ও স্বচ্ছ সেবার আওতায় আনতে কঠোর উদ্যোগ নিয়েছেন সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামৃ ভূঁঞা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ভূমি অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনা, হয়রানি বন্ধ করা এবং সেবা প্রত্যাশীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মাঠে নেমেছেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বাগমারার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এই বৃহৎ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরেই ভূমি সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলেন। দালালদের দৌরাত্ম্য, অনিয়ম ও হয়রানির অভিযোগ বহুবার উঠলেও টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নতুন সহকারী কমিশনার যোগদানের পর পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন শুরু হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি অফিসের পরিবেশ স্বচ্ছ ও দালালমুক্ত করতে কঠোর নজরদারি চালাচ্ছেন। ইতোমধ্যে সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি ও প্রতারণার অভিযোগে দুইজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। মুচলেকা দিয়েও তাদের ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, ভূমি অফিস জনগণের সেবাকেন্দ্র—এখানে কেউ হয়রানির শিকার হবে না। দালালদের দৌরাত্ম্য রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি ভূমিসেবা নিতে আগ্রহী নাগরিকদের দালালদের সহযোগিতা না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার নির্ধারিত নিয়মেই সব সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে দেওয়া হবে।

স্থানীয় সচেতন নাগরিকরা নতুন এসিল্যান্ডের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এমন কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন ছিল। এই উদ্যোগ অব্যাহত থাকলে ভূমি সেবার মান বাস্তব অর্থে উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসন একদিকে সেবায় স্বচ্ছতা বাড়াতে কাজ করছে, অন্যদিকে জনগণকে ভূমিসেবা বিষয়ে সচেতন করতে তথ্য প্রচারও জোরদার করা হয়েছে। বাগমারায় দালালমুক্ত ভূমি ব্যবস্থাপনা স্থায়ী করতে এসিল্যান্ডের এই উদ্যোগ নতুন আশা তৈরি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১ মানব পাচারকারীসহ ৪জন আটক

রাজশাহীর বাগমারা উপজেলার ভূমি অফিসকে দালাল মুক্ত

আপডেট সময় : ০৮:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

মোঃ খোরশেদ আলম রাজ

রাজশাহীর বাগমারা উপজেলার ভূমি অফিসকে দালাল মুক্ত ও স্বচ্ছ সেবার আওতায় আনতে কঠোর উদ্যোগ নিয়েছেন সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামৃ ভূঁঞা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ভূমি অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনা, হয়রানি বন্ধ করা এবং সেবা প্রত্যাশীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মাঠে নেমেছেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বাগমারার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এই বৃহৎ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরেই ভূমি সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলেন। দালালদের দৌরাত্ম্য, অনিয়ম ও হয়রানির অভিযোগ বহুবার উঠলেও টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নতুন সহকারী কমিশনার যোগদানের পর পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন শুরু হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি অফিসের পরিবেশ স্বচ্ছ ও দালালমুক্ত করতে কঠোর নজরদারি চালাচ্ছেন। ইতোমধ্যে সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি ও প্রতারণার অভিযোগে দুইজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। মুচলেকা দিয়েও তাদের ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, ভূমি অফিস জনগণের সেবাকেন্দ্র—এখানে কেউ হয়রানির শিকার হবে না। দালালদের দৌরাত্ম্য রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি ভূমিসেবা নিতে আগ্রহী নাগরিকদের দালালদের সহযোগিতা না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার নির্ধারিত নিয়মেই সব সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে দেওয়া হবে।

স্থানীয় সচেতন নাগরিকরা নতুন এসিল্যান্ডের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এমন কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন ছিল। এই উদ্যোগ অব্যাহত থাকলে ভূমি সেবার মান বাস্তব অর্থে উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসন একদিকে সেবায় স্বচ্ছতা বাড়াতে কাজ করছে, অন্যদিকে জনগণকে ভূমিসেবা বিষয়ে সচেতন করতে তথ্য প্রচারও জোরদার করা হয়েছে। বাগমারায় দালালমুক্ত ভূমি ব্যবস্থাপনা স্থায়ী করতে এসিল্যান্ডের এই উদ্যোগ নতুন আশা তৈরি করেছে।