০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নার্সদের বিক্ষোভ সমাবেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি সেবা এবং শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে নার্সরা ৮ দফা দাবিতে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। মঙ্গলবার সকালে জেলা নার্সিং ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের এডিপিএইচএম মাসুম বিল্লাহ, জেলা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, সকল শিক্ষক ও হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।
সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস পাওয়ার পরও দীর্ঘ ১৪ মাস ধরে নার্সিং-মিডওয়াইফারি পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, বিদ্যমান প্রশাসনিক বৈষম্য নিরসন এবং পেশাগত সংস্কার বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর বিপরীতে ৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার ‘অপচেষ্টা’ দেশের নার্স ও মিডওয়াইফদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।
দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না পেলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
নার্সরা আশা প্রকাশ করেন- নার্সিং পেশায় দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য দূর করতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১ মানব পাচারকারীসহ ৪জন আটক

চাঁপাইনবাবগঞ্জে নার্সদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি সেবা এবং শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে নার্সরা ৮ দফা দাবিতে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। মঙ্গলবার সকালে জেলা নার্সিং ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের এডিপিএইচএম মাসুম বিল্লাহ, জেলা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, সকল শিক্ষক ও হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।
সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস পাওয়ার পরও দীর্ঘ ১৪ মাস ধরে নার্সিং-মিডওয়াইফারি পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, বিদ্যমান প্রশাসনিক বৈষম্য নিরসন এবং পেশাগত সংস্কার বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর বিপরীতে ৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার ‘অপচেষ্টা’ দেশের নার্স ও মিডওয়াইফদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।
দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না পেলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
নার্সরা আশা প্রকাশ করেন- নার্সিং পেশায় দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য দূর করতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।