০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুকুরের পাহারাদারকে চোখ তুলে হত্যা: এলাকায় চাঞ্চল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ তুলে এক পুকুর পাহারাদারকে হত্যা করা হয়েছে।  উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশে শনিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে। পুকুর পাহারাদার মোঃ তোজ্জামেল হককে অজ্ঞাতরা হত্যা করেছে ফেলে রাখলেও রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত তোজাম্মেল হক (৬৫) মৃত জনাব আলির ছেলে। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি পুকুরের পাশে অবস্থান করছিলেন। পরদিন সকালে স্থানীয়রা পুকুরপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা আরো জানায়, তিনি বিলাল হাজির মুসলিমপুর এলাকার একটি পুকুরের নাইট গার্ড হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন। নিহতের শরীরে ধারালো কাটা অস্ত্রের চিহ্ন আছে এবং বাম চক্ষু উপড়ে ফেলেছে হত্যাকারীরা ।
এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে—দীর্ঘদিনের শত্রুতা বা চুরি–সংক্রান্ত কোনো ঘটনার জেরেই এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১ মানব পাচারকারীসহ ৪জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুকুরের পাহারাদারকে চোখ তুলে হত্যা: এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০১:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ তুলে এক পুকুর পাহারাদারকে হত্যা করা হয়েছে।  উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশে শনিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে। পুকুর পাহারাদার মোঃ তোজ্জামেল হককে অজ্ঞাতরা হত্যা করেছে ফেলে রাখলেও রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত তোজাম্মেল হক (৬৫) মৃত জনাব আলির ছেলে। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি পুকুরের পাশে অবস্থান করছিলেন। পরদিন সকালে স্থানীয়রা পুকুরপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা আরো জানায়, তিনি বিলাল হাজির মুসলিমপুর এলাকার একটি পুকুরের নাইট গার্ড হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন। নিহতের শরীরে ধারালো কাটা অস্ত্রের চিহ্ন আছে এবং বাম চক্ষু উপড়ে ফেলেছে হত্যাকারীরা ।
এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে—দীর্ঘদিনের শত্রুতা বা চুরি–সংক্রান্ত কোনো ঘটনার জেরেই এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।