নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি ও জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলামিন হক পলাশের বিরুদ্ধে সরকারি খাস জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী লিপিআরা খাতুন (৩০)বাদি হয়ে আল আমিন হক পলাশসহ ৪ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে লিখিত অভিযোগ করেছেন।এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের এমন দখলবাজিতে ভোটের মাঠে বিএনপির ইমেজ সংকট দেখা দিতে পারে,পাশাপাশি দলের আদর্শিক নেতা ও কর্মী-সমর্থকগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আবার অনেকে বলছে, বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এসব দখলবাজি করা হচ্ছে। বাধাইড় ইউপি বিএনপির এক জৈষ্ঠ নেতা বলেন,ভোটের আগে এসব জমি দখলের ঘটনা অত্যন্ত দুঃখজনক,এরা হাইব্রিড ও দলের জন্য বিষফোড়া,এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
জানা গেছে,উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া জামতলা,মৌজা জুমারপাড়া, জেল নম্বর ৫০,আরএস খতিয়ান নম্বর-১, শ্রেণি-ভিটা,পরিমাণ ০,০৪৯৫ একর। দীর্ঘ প্রায় কুড়ি বছর যাবত এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন জুমারপাড়া গ্রামের সেরাজ আলী।কিন্ত্ত বিয়ের পর সেরাজ আলী বিদেশ গেছেন।আর এই সুযোগে জমি জবরদখল করেছেন এসব বিএনপি নেতা।
স্থানীয়রা জানান,গত ২০ নভেম্বর দুপুরে বিএনপি নেতা আলামিন হক পলাশের নেতৃত্বে জারজিস মোল্লা,মোয়াজ্জেম হোসেন,সালাম আলী ও তাহাসেন আলী সহ বেশ কয়েকজন ওই জামি জবরদখল করেন।এসময় লিপিআরা তাদের নিষেধ করলে তারা বলে এই সম্পত্তি আজ থেকে তারা ভোগদখল করবেন। তারা লিপিআরাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় কালশিরা জখম শ্লীলতাহানি করে। প্রতিবেশীরা এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করে।এবিষয়ে লিপিআরা বলেন,তার স্বামী বিদেশে কর্মরত থাকায় বিবাদীগণ তাকে একা পেয়ে মারপিট ও জোর জুলুম করে জায়গা জবরদখল করেছে।এমনকি তারা তাকে যেভাবে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে তাতে যেকোনো সময় তারা তার বড় ধরনের ক্ষতি করতে পারেন।
সব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আলামিন হক পলাশ বলেন, আমরা বিচার করিছে এবং বিচারের মাধ্যমে তারকাটার বেড়া দিয়ে যার জায়গা তাকে বুঝিয়ে দিয়েছি। আমরা রাজনীতি করি এটা আমরা করতেই পারি।
এবিষয়ে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, আমার এবিষয়ে জানা নাই,তবে কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে কারো সাথে অন্যায় অবিচার বা দখলবাজি,চাঁদাবাজি করে বিএনপি দল এটার দায় নিবে না। তবে তানোর উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীর বিরুদ্ধে আমাদের কাছে যদি কোন অভিযোগ আসে তা গুরুত্ব সহকারে দেখে সংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,আজ সারাদিন আমি জেলা মিটিং এ ছিলাম অভিযোগটি এখনো আমি হাতে পাইনি হয়তো অফিসে আছে তবে অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তদন্ত-পূর্বক পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

















