
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
ভুলবশত বিকাশের মাধ্যমে প্রেরিত ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জিডি মূলে উদ্ধার করে প্রকৃত প্রেরকের নিকট ফেরত দিয়েছেন বগুড়ার শাজাহানপুর থানার চৌকস এএসআই মোঃ আবু তাহের।
থানা সূত্রে জানা যায়, এক ব্যক্তি অসাবধানতাবশত ভুল বিকাশ নম্বরে উক্ত টাকা পাঠান। পরে তিনি শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জানার পর এএসআই মোঃ আবু তাহের দ্রুত উদ্যোগ নিয়ে বিকাশ কর্তৃপক্ষের সহায়তায় টাকা উদ্ধারে সক্ষম হন।
যথাযথ যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ৫০ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে প্রকৃত প্রেরকের হাতে তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ সদস্য ও ভুক্তভোগী ব্যক্তি। টাকা ফেরত পেয়ে প্রেরক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এএসআই আবু তাহেরের সততা ও তৎপরতার কারণে আমি আমার পরিশ্রমের টাকা ফেরত পেয়েছি। পুলিশের প্রতি এখন আমার আস্থা আরও বেড়েছে।”
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “এএসআই আবু তাহেরের এ কর্মকাণ্ড পুলিশ বাহিনীর মানবিক ও দায়িত্বশীল ভূমিকার দৃষ্টান্ত। এ ধরনের কাজ পুলিশ ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি করবে।”
স্থানীয়রা এএসআই মোঃ আবু তাহেরের সততা, পেশাদারিত্ব ও মানবিকতার প্রশংসা করেছেন।