
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা
পুলিশ সূত্রে জানা যায়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় এসআই সোহায়বুর রহমান, এএসআই ফারুক হোসেন,এএসআই সামিউর রহমান ও এএসআই আমিনুল ইসলাম ফোর্সসহ ( ৭ অক্টোবর) গতকাল মঙ্গলবার রাত্রি ১১ টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় অভিযান চলাকালে ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের একটি ট্রাকটি থামানোর জন্য সংকেত দিলে চালক সড়কে ট্রাকটি থামিয়ে চালক ও হেলপার কৌশলে ট্রাক থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ট্রাকটি তল্লাশী করলে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।