০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :

‎         ‎বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় জহুরা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তিনি উপজেলার বামুনিয়া মন্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

‎দুর্ঘটনাটি ঘটে বুধবার (২৪সেপ্টেম্বর) ভোরে উপজেলার আড়িয়া বাজার এলাকার বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে হাইওয়ে পাকা সড়কে।

‎স্থানীয়রা জানান, জীবিকার সন্ধানে প্রতিদিনের মতো থলে হাতে বের হয়েছিলেন জহুরা বেওয়া। ব্যস্ত মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

‎জানা যায়, জহুরা বেওয়া দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন। স্বজন-পরিবারের আশ্রয় না পেয়ে বেঁচে ছিলেন ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করে। সহানুভূতির আশায় প্রতিদিনই রাস্তায় বের হতেন।

‎শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) বলেন, “বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।”

‎এই ঘটনা আবারও দেশের মহাসড়কে পথচারীদের নিরাপত্তা, বিশেষ করে প্রবীণ ও অসহায় মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী-১ আসনে শরিফ উদ্দিনকে বিএনপির সবুজ সঙ্কেত 

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :

‎         ‎বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় জহুরা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তিনি উপজেলার বামুনিয়া মন্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

‎দুর্ঘটনাটি ঘটে বুধবার (২৪সেপ্টেম্বর) ভোরে উপজেলার আড়িয়া বাজার এলাকার বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে হাইওয়ে পাকা সড়কে।

‎স্থানীয়রা জানান, জীবিকার সন্ধানে প্রতিদিনের মতো থলে হাতে বের হয়েছিলেন জহুরা বেওয়া। ব্যস্ত মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

‎জানা যায়, জহুরা বেওয়া দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন। স্বজন-পরিবারের আশ্রয় না পেয়ে বেঁচে ছিলেন ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করে। সহানুভূতির আশায় প্রতিদিনই রাস্তায় বের হতেন।

‎শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) বলেন, “বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।”

‎এই ঘটনা আবারও দেশের মহাসড়কে পথচারীদের নিরাপত্তা, বিশেষ করে প্রবীণ ও অসহায় মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।