দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহীর তানোর উপজেলায় বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২ জুলাই বুধবার দুপুরে উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের মৃত আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল প্রতিদিনের মতো সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে যান। কাজ শেষে দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। ইতিমধ্যে হঠাৎ করে রাস্তার পাশে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা একটি বিষধর রাসেল ভাইপার সাপ (Russell’s Viper) তাকে পায়ে ছোবল মারে।
সাপের কামড় খেয়ে প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে একটি মাইক্রোবাসে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু বিষক্রিয়ার মাত্রা বেশি থাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়।
নিহত ইসমাইল দুই সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গ্রামে রাসেল ভাইপার সাপের উপস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। তারা এ ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে এলাকায় সাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ংকর বিষধর সাপ হিসেবে পরিচিত। এটি কামড়ালে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে প্রাণহানি ঘটে থাকে।
রিপোর্টারের নাম 

















