০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধুনটে একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন ,
স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর বড়বাড়ি মহল্লায় একমাত্র চলাচলের রাস্তা মাটি কেটে বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে অন্তত ৩০টি পরিবার।

‎ সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় তিন বছর আগে ওই মহল্লার বাসিন্দারা নিজেদের অর্থায়নে একটি পুকুরের বালু ভরাট করে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে মহল্লাবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন।

‎কিন্তু গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে হেউটনগর কোদলাপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে রঞ্জু মিয়া (৪৫), মঞ্জু মিয়া (৪০), মঞ্জুর স্ত্রী শাপলা খাতুন (৩৫) ও মৃত আফজাল প্রামাণিকের ছেলে স্বপনের নেতৃত্বে ওই রাস্তাটি মাটি কেটে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

‎এ বিষয়ে মহল্লাবাসী আজিজার রহমান, আফিজার রহমান, মোখলেছুর রহমান, শাহিদুল ইসলাম, মিলন মিয়া, আবদুল ওহেদ, আলম মিয়া, শাহিন আলম ,তবিবুর রহমান, রায়হান আলী’সহ অনেকেই জানাতে গেলে অভিযুক্তরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি রাস্তা ভরাট করতে কেউ এগিয়ে এলে তাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

‎ এতে মহল্লাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, অভিযুক্তদের দ্বারা যেকোনো ধরনের অপকর্ম সংঘটিত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

‎এমতাবস্থায় সংবাদপত্রের মাধ্যমে মহল্লাবাসী উক্ত রাস্তাটি পুনরায় ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ধুনটে একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার

ধুনটে একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার

আপডেট সময় : ০৩:৫৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

মিজানুর রহমান মিলন ,
স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর বড়বাড়ি মহল্লায় একমাত্র চলাচলের রাস্তা মাটি কেটে বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে অন্তত ৩০টি পরিবার।

‎ সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় তিন বছর আগে ওই মহল্লার বাসিন্দারা নিজেদের অর্থায়নে একটি পুকুরের বালু ভরাট করে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে মহল্লাবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন।

‎কিন্তু গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে হেউটনগর কোদলাপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে রঞ্জু মিয়া (৪৫), মঞ্জু মিয়া (৪০), মঞ্জুর স্ত্রী শাপলা খাতুন (৩৫) ও মৃত আফজাল প্রামাণিকের ছেলে স্বপনের নেতৃত্বে ওই রাস্তাটি মাটি কেটে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

‎এ বিষয়ে মহল্লাবাসী আজিজার রহমান, আফিজার রহমান, মোখলেছুর রহমান, শাহিদুল ইসলাম, মিলন মিয়া, আবদুল ওহেদ, আলম মিয়া, শাহিন আলম ,তবিবুর রহমান, রায়হান আলী’সহ অনেকেই জানাতে গেলে অভিযুক্তরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি রাস্তা ভরাট করতে কেউ এগিয়ে এলে তাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

‎ এতে মহল্লাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, অভিযুক্তদের দ্বারা যেকোনো ধরনের অপকর্ম সংঘটিত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

‎এমতাবস্থায় সংবাদপত্রের মাধ্যমে মহল্লাবাসী উক্ত রাস্তাটি পুনরায় ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।