
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলার মানুষের কাছে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত, তানোর উপজেলার প্রথম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও মানবদরদী চিকিৎসক আলহাজ্ব ডা. জালাল উদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম ডা. জালাল উদ্দীন ছিলেন তানোরবাসীর প্রকৃত বন্ধু ও নির্ভরতার প্রতীক। সরকারি সুযোগ-সুবিধায় বিদেশে যাওয়ার একাধিক সুযোগ ও নানা প্রলোভন থাকা সত্ত্বেও জন্মভূমির মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি তানোরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। আজীবন সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে গেছেন।
তিনি ছিলেন একজন দক্ষ ও অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ। একই সঙ্গে মানবিকতা, মমতা ও আন্তরিকতায় তিনি সব শ্রেণির রোগীর সেবা করতেন। তাঁর দানশীলতা, ধর্মপরায়ণতা ও নিরহঙ্কার জীবনাচরণ তানোর অঞ্চলের মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে।
এই গুণী ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের ইন্তেকালে তানোরসহ রাজশাহী জেলার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ দুপুর ২টা ৩০ মিনিটে মুন্ডুমালা কওমি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ অসংখ্য অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানরা সবাই বিবাহিত।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.