মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলা বিএনপির পক্ষে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন ও নির্বাহী সদস্য এবং ঢাকাস্থ বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরীর নেতৃত্বে গত বৃহস্পতিবার (১লা জানুয়ারী) পুষ্পস্তবক অর্পণ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম মন্ডল, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল রহমান রিমন, ঢাকাস্থ বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটির সদস্য আশরাফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং জিয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
রিপোর্টারের নাম 

















