
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী- ১ আসনে বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী শরিফ উদ্দিনের মনোনয়ন পত্র দাখিল।
চলতি মাসের ২৮ ডিসেম্বর (রোববার) দুপুরে তানোর উপজেলা নির্বাহী অফিসার (জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার) নাইমা খানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব (অবসর প্রাপ্ত) মেজর জেনারেল শরিফ উদ্দিন।
এসময় তার সাথে ছিলেন তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর সভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা।
তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, তানোর উপজেলা সেচ্ছাসেবক দল সাবেক সভাপতি সুলতান আহম্মেদ, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল,
রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম,রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাএদলের সদস্য সচিব মোতালেব হোসেন।
বিএনপি নেতা ডাক্তার মিজানুর রহমান মিজান,তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসিন আলী, বিএনপি নেতা আবু সাইদ বাবু, আব্দুল মান্নান, ফিরজ কবির, যুবদল নেতা এমদাদুল হক জনিসহ তানোর উপজেলা তানোর পৌর সভা ও মুন্ডমালা পৌর সভা এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.