
[মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধি], রাজশাহী | ২৮ ডিসেম্বর, ২০২৫
রাজশাহীর তানোর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ পাইপগান এবং গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৫। রোববার (২৮ ডিসেম্বর) রাত ১২:৩০টা থেকে ১:৪০টা পর্যন্ত উপজেলার চুনিয়াপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিস্তারিত
র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তানোরের চুনিয়াপাড়া গ্রামে তিনটি পৃথক স্থানে তল্লাশি চালায়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদগুলোর মধ্যে রয়েছে:
০১টি বিদেশি পিস্তল (MADE IN USA খোদাই করা)
০২টি খালি ম্যাগাজিন
০৫ রাউন্ড পিস্তলের গুলি
১২ রাউন্ড শটগানের গুলি
০৪টি পাইপগান
০৬টি চিকন পাইপসহ অস্ত্রের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ
যেভাবে উদ্ধার হলো
র্যাব জানায়, চুনিয়াপাড়া গ্রামের জনৈক এন্তাজ আলীর গোয়াল ঘরের পেছনে রান্না করার লাকড়ির নিচ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই এলাকার আঃ সোবাহান ও জয়নাল নামের দুই ব্যক্তির খড়ি রাখার ঘরের নিচে তল্লাশি চালিয়ে পাইপগান ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যাব সদস্যরা।
বর্তমান অবস্থা
অভিযানকালে উদ্ধারকৃত মালামাল পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জিডিমূলে রাজশাহী জেলার তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী জেলা প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.