০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ২ টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মনাকষা বিওপি’র দায়িত্বপূর্ণ রাঘববাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ ৫৩ বিজিবি’র একটি বিশেষ টহল দল রাঘববাটি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানকৃত অস্ত্রের একটি বড় চালান প্রবেশ করতে পারে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান গ্রহণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে সেদিকে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে, ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি জব্দ করে।

উল্লেখ্য যে, এর আগে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ৫৩ বিজিবি অপর এক অভিযানে ০৪টি বিদেশি পিস্তল, ০৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছিল। এক সপ্তাহের ব্যবধানে এটি বড় ধরনের দ্বিতীয় অস্ত্রের চালান জব্দ করার ঘটনা।

৫৩ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ২ টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ১২:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মনাকষা বিওপি’র দায়িত্বপূর্ণ রাঘববাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ ৫৩ বিজিবি’র একটি বিশেষ টহল দল রাঘববাটি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানকৃত অস্ত্রের একটি বড় চালান প্রবেশ করতে পারে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান গ্রহণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে সেদিকে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে, ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি জব্দ করে।

উল্লেখ্য যে, এর আগে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ৫৩ বিজিবি অপর এক অভিযানে ০৪টি বিদেশি পিস্তল, ০৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছিল। এক সপ্তাহের ব্যবধানে এটি বড় ধরনের দ্বিতীয় অস্ত্রের চালান জব্দ করার ঘটনা।

৫৩ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।