০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ২৭ জন আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ২৭ জন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোররাত আনুমানিক ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ১২ জন, শিশু ৫ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময় পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে তারা একইভাবে পাসপোর্ট ব্যতীত বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক হন।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের ঠিকানা যাচাই, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে তাদের বিরুদ্ধে জিডি করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ২৭ জন আটক

আপডেট সময় : ১২:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ২৭ জন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোররাত আনুমানিক ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ১২ জন, শিশু ৫ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময় পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে তারা একইভাবে পাসপোর্ট ব্যতীত বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক হন।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের ঠিকানা যাচাই, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে তাদের বিরুদ্ধে জিডি করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।