০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুরে নিজের জমিতে পুকুর খননে বাঁধা দেয়াই “ভৈকু চাপা দিয়ে জমির মালিককে হ’ত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের ভিম নগর বিলে ফসলী জমিতে জোরপূর্বক নতুন ভাবে পুকুর খননে বাঁধা দেয়াই জমির মালিককে ভৈকু চাপা দিয়ে হত্যা করেছে প্রভাবশালী পুকুর খননকারী সিন্ডিকেট চক্রের সদস্যরা।
বুধবার রাত ৯ টার দিকে এমন ঘটনা ঘটে। নিহত জমির মালিকের নাম জুবায়ের ইসলাম (২৫)। সে ভীম নগর গ্রামের রফিজের পুত্র।

এলাকাবাসী, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার ভীম নগর বিলের ফসলী জমিতে গত কয়েকদিন থেকে মাটিকাটা ভৈকু মেশিন দিয়ে অবৈধ ভাবে নতুন পুকুর খনন করছিলো মোহনপুর উপজেলার ভীম নগর গ্রামের বকুল হোসেন, রুহুল আমিন ও রুবেলসহ পুকুর সিন্ডিকেট চক্রের সদস্য। এক পর্যায়ে তারা জমির মালিক জুবায়ের হোসেনের জমিতেও পুকুর খনন শুরু করেন। খবর পেয়ে জুবায়ের তার লোকজন নিয়ে সেখানে গিয়ে তার জমিতে পুকুর খননে বাঁধা দেন।

জুবায়েরের বাঁধা উপেক্ষা করে তারা ভৈকু মেশিন দিয়ে মাটি কাটা কাজ অব্যহত রাখেন। এক পর্যায়ে জুবায়ের হোসেন ভৈকু মেশিনের সামনে দাঁড়িয়ে যান। এসময় পুকুর সিন্ডিকেট চক্রের সদস্যদের নির্দেশে ভৈকু মেশিন চালক জুবায়ের হোসেনের উপর দিয়ে মেশিন চালিয়ে দিয়ে মেশিনের নিচে পিষে হত্যা করা হয় জুবায়েরকে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গ্রামের লোকজন এগিয়ে আসলে পুকুর সিন্ডিকেট চক্রের সদস্যরা পালিয়ে গেলেও মাটি কাটা ভৈকু চালককে গণধোলাই দিয়ে আটকে রাখেন।

পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ভেকু মেশিন চালক ও জুবায়ের হোসেনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন এবং ভৈকু মেশিন চালককে হাসপাতালে ভর্তি করা হয়। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, জুবায়েরের লাশ বেশ তড়িঘড়ি করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। নিহতের চাচা পরিবারকে বেশ চাপ প্রয়োগ করে বের করে নিয়ে যান। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে রাতেই মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ জানান,এঘটনায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি ১ জনকে আটক করা হয়েছে। বাকী আসামীকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

মোহনপুরে নিজের জমিতে পুকুর খননে বাঁধা দেয়াই “ভৈকু চাপা দিয়ে জমির মালিককে হ’ত্যা

আপডেট সময় : ১২:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের ভিম নগর বিলে ফসলী জমিতে জোরপূর্বক নতুন ভাবে পুকুর খননে বাঁধা দেয়াই জমির মালিককে ভৈকু চাপা দিয়ে হত্যা করেছে প্রভাবশালী পুকুর খননকারী সিন্ডিকেট চক্রের সদস্যরা।
বুধবার রাত ৯ টার দিকে এমন ঘটনা ঘটে। নিহত জমির মালিকের নাম জুবায়ের ইসলাম (২৫)। সে ভীম নগর গ্রামের রফিজের পুত্র।

এলাকাবাসী, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার ভীম নগর বিলের ফসলী জমিতে গত কয়েকদিন থেকে মাটিকাটা ভৈকু মেশিন দিয়ে অবৈধ ভাবে নতুন পুকুর খনন করছিলো মোহনপুর উপজেলার ভীম নগর গ্রামের বকুল হোসেন, রুহুল আমিন ও রুবেলসহ পুকুর সিন্ডিকেট চক্রের সদস্য। এক পর্যায়ে তারা জমির মালিক জুবায়ের হোসেনের জমিতেও পুকুর খনন শুরু করেন। খবর পেয়ে জুবায়ের তার লোকজন নিয়ে সেখানে গিয়ে তার জমিতে পুকুর খননে বাঁধা দেন।

জুবায়েরের বাঁধা উপেক্ষা করে তারা ভৈকু মেশিন দিয়ে মাটি কাটা কাজ অব্যহত রাখেন। এক পর্যায়ে জুবায়ের হোসেন ভৈকু মেশিনের সামনে দাঁড়িয়ে যান। এসময় পুকুর সিন্ডিকেট চক্রের সদস্যদের নির্দেশে ভৈকু মেশিন চালক জুবায়ের হোসেনের উপর দিয়ে মেশিন চালিয়ে দিয়ে মেশিনের নিচে পিষে হত্যা করা হয় জুবায়েরকে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গ্রামের লোকজন এগিয়ে আসলে পুকুর সিন্ডিকেট চক্রের সদস্যরা পালিয়ে গেলেও মাটি কাটা ভৈকু চালককে গণধোলাই দিয়ে আটকে রাখেন।

পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ভেকু মেশিন চালক ও জুবায়ের হোসেনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন এবং ভৈকু মেশিন চালককে হাসপাতালে ভর্তি করা হয়। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, জুবায়েরের লাশ বেশ তড়িঘড়ি করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। নিহতের চাচা পরিবারকে বেশ চাপ প্রয়োগ করে বের করে নিয়ে যান। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে রাতেই মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ জানান,এঘটনায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি ১ জনকে আটক করা হয়েছে। বাকী আসামীকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।