নিজস্ব প্রতিবেদক
রাজশাহী তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তানোর প্রেসক্লাবসহ বিভিন্ন মহল।
এক শোকবার্তায় তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল বলেন, মামুনুর রশিদ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান তানোর প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শ সহকর্মী ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।
নেতৃবৃন্দ আরও বলেন, মরহুম মামুনুর রশিদের পেশাগত সততা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতা প্রেসক্লাবের কার্যক্রমকে দীর্ঘদিন সমৃদ্ধ করেছে। তাঁর মৃত্যুতে তানোর প্রেসক্লাব গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোক প্রকাশ করেছেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সহ সভাপতি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, সদস্য লুৎফর রহমান, টিপু সুলতান,ওবাইদুর রহমান সুজন, আশরাফুল আলম, শরিফুল ইসলাম, মাহবুব আলম জুয়েল, এবং মমিনুল ইসলাম মুন।
তানোর প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
রিপোর্টারের নাম 

















