
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ মামুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৭ ডিসেম্বর বুধবার ভোর ৬টার দিকে তানোর পৌর এলাকার বেল পুকুরিয়াস্থ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। তিনি স্ত্রী ও ১ মাত্র কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মামুন ডায়াবেটিদস রোগে আক্রান্ত ছিলেন।
তার পরিবার সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন থেকে তিনি জন্ডিস রোগে ভুগছিলেন। হটাৎ আকস্মিকভাবে তার মৃত্যু হয়। বেলা ২ টার দিকে জানাজার নামাজ শেষে তাকে তার বাড়ির পার্শ্বের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার এই আকস্মিক মৃত্যুতে দৈনিক আমার ভূমি পরিবারের সদস্যরা গভীর ভাবে মর্মাহত ও শোকাহত।
সাংবাদিক মামুন ছাত্র জীবনে তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। ২০০৬ সালে তিনি দৈনিক উপাচার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে দৈনিক নতুন প্রভাত পত্রিকায় ও দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
দৈনিক আমার ভূমি অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক দেলোয়ার হোসেন সোহেল এক শোক বার্তায় বলেন, সাংবাদিক মামুনুর রশীদ মামুন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান স্থানীয় সাংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শবান সহকর্মী ও মানবিক সাংবাদিককে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।
তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ বার্তায় দৈনিক আমার ভূমি পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করো-আমিন ।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.