০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে জমি জবরদখলের চেষ্টা থানায় অভিযোগ 

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা মাঠে ফসলি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় চিমনা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী ছইমন বিবি (৪৯) বাদি হয়ে একই গ্রামের আব্দুল মাতিনসহ ৯জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে,তানোর উপজেলার মৌজা চিমনা, জেল নম্বর-৮৩,খতিয়ান নম্বর-এসএ-১৯, দাগ নম্বর এসএ-৫২১, শ্রেণী-ধানী,পরিমাণ ১.২২ শতাংশের কাত ৫৬ শতক।পৈতৃক সুত্রে এসব জমির মালিক চিমনা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী ছইমন বিবি।তিনি দীর্ঘ প্রয় ৫০ বছর যাবত শান্তিপূর্ণভাবে এসব জমি ভোগদখল করে আসছেন।এই বছরও জমিতে আলু চাষ করেছেন। কিন্ত্ত হঠাৎ করেই চিমনা গ্রামের আব্দুল মাতিন এসব জমির একাংশ নিজের দাবি করেন।এমনকি গত ১৩ ডিসেম্বর শনিবার আব্দুল মাতিন জমির একাংশ বাঁশের খুটি গেড়ে দখলে নেয়ার চেষ্টা করছেন।
প্রসঙ্গত,কিছুদিন আগে উক্ত জমিতে ছইমন বিবি ধান লাগিয়ে ছিলো বিবাদী সে ধান কাটা নিয়ে ঝামেলা করেন। এতে ছইমন বিবি তাদের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহীতে মামলা করেন। যাহার মামলা নম্বর ৪০পি/২০২৫ (তানোর), ধারা-১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ এবং প্রসেস নং-৫৭০(২), তা-২৯/১০/২০২৫ খ্রি।
এদিকে সেই মামলায় আদালত থেকে তদন্তের নির্দেশনা আসে জমি কার দখলে আছে সেটা নিশ্চিত করে প্রতিবেদন দিতে।অন্যদিকে জমির দখল নিজেদের দেখানোর জন্য মাতিন কৌশলে জমির একাংশে বাঁশের খুটি গেড়ে দখলে নেয়ার চেষ্টা করছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

তানোরে জমি জবরদখলের চেষ্টা থানায় অভিযোগ 

আপডেট সময় : ০৪:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা মাঠে ফসলি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় চিমনা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী ছইমন বিবি (৪৯) বাদি হয়ে একই গ্রামের আব্দুল মাতিনসহ ৯জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে,তানোর উপজেলার মৌজা চিমনা, জেল নম্বর-৮৩,খতিয়ান নম্বর-এসএ-১৯, দাগ নম্বর এসএ-৫২১, শ্রেণী-ধানী,পরিমাণ ১.২২ শতাংশের কাত ৫৬ শতক।পৈতৃক সুত্রে এসব জমির মালিক চিমনা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী ছইমন বিবি।তিনি দীর্ঘ প্রয় ৫০ বছর যাবত শান্তিপূর্ণভাবে এসব জমি ভোগদখল করে আসছেন।এই বছরও জমিতে আলু চাষ করেছেন। কিন্ত্ত হঠাৎ করেই চিমনা গ্রামের আব্দুল মাতিন এসব জমির একাংশ নিজের দাবি করেন।এমনকি গত ১৩ ডিসেম্বর শনিবার আব্দুল মাতিন জমির একাংশ বাঁশের খুটি গেড়ে দখলে নেয়ার চেষ্টা করছেন।
প্রসঙ্গত,কিছুদিন আগে উক্ত জমিতে ছইমন বিবি ধান লাগিয়ে ছিলো বিবাদী সে ধান কাটা নিয়ে ঝামেলা করেন। এতে ছইমন বিবি তাদের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহীতে মামলা করেন। যাহার মামলা নম্বর ৪০পি/২০২৫ (তানোর), ধারা-১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ এবং প্রসেস নং-৫৭০(২), তা-২৯/১০/২০২৫ খ্রি।
এদিকে সেই মামলায় আদালত থেকে তদন্তের নির্দেশনা আসে জমি কার দখলে আছে সেটা নিশ্চিত করে প্রতিবেদন দিতে।অন্যদিকে জমির দখল নিজেদের দেখানোর জন্য মাতিন কৌশলে জমির একাংশে বাঁশের খুটি গেড়ে দখলে নেয়ার চেষ্টা করছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।