০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী পালিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় রেহাইচরে বীরশ্রেষ্ঠ’র স্মৃতিফলকে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবকের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সর্ব প্রথমে জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ,পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন এবং বীরশ্রেষ্ঠর ভাগ্নে মোঃ নাজমুল ইসলাম বীরশ্রেষ্ঠ’র শাহাদাতবরণস্থলে স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন। একেরপর এক স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন , চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃআনোয়ার হোসেন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্তৃপক্ষ , চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস,এম,আহসান হাবীব , সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকাশনী মোহাঃ নাহিনুর রহমান , সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ এ,কে,এম শাহাব উদ্দীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তৃপক্ষ , বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা মোঃ মুখতার আলী। এদিকে, ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত ও দোয়া করা হয়। প্রসঙ্গত, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামের মৌলভী আব্দুল মোতালেব হাওলাদারের মেধাবী ছেলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭১’সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পাহাড়ি এলাকা পেরিয়ে ভারতের মালদহ জেলার মহদিপুরে অবস্থিত মুক্তিবাহিনীতে যোগ দিয়ে ৭ নং সেক্টরের অধীন সাব-সেক্টরের হিসেবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। পরে তার মৃতদেহ ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় রেহাইচরে বীরশ্রেষ্ঠ’র স্মৃতিফলকে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবকের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সর্ব প্রথমে জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ,পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন এবং বীরশ্রেষ্ঠর ভাগ্নে মোঃ নাজমুল ইসলাম বীরশ্রেষ্ঠ’র শাহাদাতবরণস্থলে স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন। একেরপর এক স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন , চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃআনোয়ার হোসেন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্তৃপক্ষ , চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস,এম,আহসান হাবীব , সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকাশনী মোহাঃ নাহিনুর রহমান , সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ এ,কে,এম শাহাব উদ্দীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তৃপক্ষ , বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা মোঃ মুখতার আলী। এদিকে, ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত ও দোয়া করা হয়। প্রসঙ্গত, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামের মৌলভী আব্দুল মোতালেব হাওলাদারের মেধাবী ছেলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭১’সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পাহাড়ি এলাকা পেরিয়ে ভারতের মালদহ জেলার মহদিপুরে অবস্থিত মুক্তিবাহিনীতে যোগ দিয়ে ৭ নং সেক্টরের অধীন সাব-সেক্টরের হিসেবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। পরে তার মৃতদেহ ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।