নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।
সভাপতি’র বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, নারীর ক্ষমতায়ন শুধুমাত্র সামাজিক উন্নয়ন নয়, রাষ্ট্রের অগ্রগতির শক্তি। ডিজিটাল যুগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইন হয়রানি রোধ ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। এজন্য সমাজের সব স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন,বেগম রোকেয়া আমাদের প্রেরণার আলো। তাঁর সাহস, শিক্ষা ও নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আজও সমানভাবে প্রাসঙ্গিক। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত সকলে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় বক্তৃতা করেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বানাবাস হাঁসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়া, প্রমুখ। আরো উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া এবং যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আবু সাঈদ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা নারীর প্রতি সহিংসতা, বৈষম্য এবং অনলাইন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সমাজজুড়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং নারী অধিকার বিষয়ে মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রিপোর্টারের নাম 

















