
মোঃ মিজানুর রহমান মিলন
প্রতিবেদক গাইবান্ধা ।
গাইবান্ধা সদর উপজেলা বোয়ালী ইউনিয়নের ভয়ংকর কিলার মোর্শেদ পিতাঃআতর আলী সাং ছয়ঘড়িয়া থানা ও জেলাঃগাইবান্ধা আওয়ামী লীগের একজন দুর্ধর্ষ দোষর, জানা যায়, কিলার মোর্শেদ একজন দিনমজুর সে অন্যের জমিতে কাজ করে টাকা রোজগার করে, উক্ত কিলার মোর্শেদ সে একজন নিরক্ষরব্যক্তি ,সে কোন রকম ভাবে তাহার নিজের নাম লিখতে পারে না বলে স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ই আগস্ট সর্বসাধারণ যখন সরকার অভ্যুত্থান নিয়ে ব্যস্ত ছিলেন, তথা সময়ে ভয়ংকর মোর্শেদ পুলিশের সঙ্গে তাল মিলিয়ে নিরীহ ছাত্রদের উপর লাঠিচার্জ, বোমাবাজি, ককটেল বিস্ফোরণ, বিএনপি অফিসে আগুন লাগিয়ে বেদরক পিঠানোর অভিযোগ উঠেছে, অভিযোগে জানা যায়, এই কিলার মোর্শেদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে তালে তাল মিলিয়ে মারাত্মক অপরাধের সঙ্গে জড়িত ছিলো। কিলার একজন চোর প্রকৃতির ব্যক্তি, সে সাংবাদিকের ব্যাগ চুরি করিয়া পালাতক রয়েছে, ব্যাগের মধ্য থাকা মাইক্রোফোন বড়, মিডিয়া স্টিকার, মূল্যবান কাগজপত্র, ল্যাপটপ, লইয়া পলাতক রয়েছে বলে অভিযোগে সাংবাদিক জানান, আরো জানান যে, উক্ত মোরশেদ একজন আওয়ামী লীগের দোষর, ও লালিত সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্য ,সে দীর্ঘদিন আওয়ামী লীগের সহিত জড়িত থেকেই বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া আসিতেছিল, গণঅভ্যুত্থানের পর থেকে কিলার মোর্শেদ পুলিশের ভয়ে দীর্ঘদিন পলাতক ছিল , নকডাউনে সময়ে কিলার মোর্শেদ গা ঢাকা দিয়াছিল , কিন্তু প্রশাষন নিরভ থাকায়, সেই সুযোগে কিলার মোর্শেদ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করিয়া, প্রশাসনের নাকের ডগায় ফাঁকি দিয়ে চলাফেরা করে আসিতেছে ,উক্ত কিলারের বিরুদ্ধে, পর পর সংবাদ পরিবেশন হওয়ার পর নড়াচড়া দিয়ে উঠেছে প্রশাসন, কিন্তু কিলার মোর্শেদ মুল ধারার সাংবাদিককে পর পর ফেসবুকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি দিয়ে আসিতেছে। তিনি একজন মূলধারা সাংবাদিক, প্রিন্ট মিডিয়া , ইলেকট্রিক মিডিয়া, সহিত সংযুক্ত রয়েছেন,মান-সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে মোবাইল ক্যাপশন এর মাধ্যমে সাংবাদিক ছবি সহিত সাবেক এমপি মাহাবুবয়ারা গিনির সহিত ছবি সংযুক্ত করিয়া উক্ত কিলার মোর্শেদ একটি সামাজিক যোগাযোগ সংবাদ প্রকাশ করায় মুল ধারার সাংবাদিকদের যথেষ্ট মান সম্মানের ক্ষতি হয়েছে, কিলার মোর্শেদ সাংবাদিক ব্যাগ চুরি করায় ফলে মুল্যবান সাংবাদিকের ১,০০০০০ টাকা এক লক্ষ টাকা চুরি করিয়াছে কিলার মোর্শেদ, এ বিষয়ে মূলধার সাংবাদিকেরা ক্ষেপে ফেটে পড়েন, একই সঙ্গে তারা দাবি করেন উক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত দ্রুত যোগাযোগ করে কিলার মোর্শেদ কে গ্রেফতার করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মূলধারা সাংবাদিকেরা ভুক্তভোগির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করিয়াছেন। ইতিমধ্য সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলন পুলিশ সুপারের গাইবান্ধা সঙ্গে মুঠোফোনে কথা বলিয়া অভিযোগ প্রস্তুত করিয়াছেন ।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.