নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) যোহরবাদ তানোর চাপড়া হাফিজিয়া মাদ্রাসার এতিম বাচ্চাদের নিয়ে দোয়া মোনাজাত ও খাবার বিতারণের আয়োজন করেন তিনি।
এসময় সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী, তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন।
রিপোর্টারের নাম 

















