
নিজস্ব প্রতিবেদক
গত কয়েকদিনে সকালের খবর ডটকম, যমুনা প্রতিদিন ডটকম, মুক্তি ডটকম, প্রতিদিনের বিডিডটকম, রাজশাহীর খবর, গণকণ্ঠ, রূপসী দেশ ডটকম-সহ নাম জানা অজানা বিভিন্ন অনলাইন ও সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন প্রোফাইল ও আইডি থেকে ‘ রাজশাহী-১ আসনে মাদকের গডফাদারকে নিয়ে বিএনপি প্রার্থীর প্রচারণা শিরোনামে সংগবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে হুবহু একই শিরোনামে ও অভিন্ন কনটেন্ট দিয়ে একটি সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে। নিউজগুলিতে রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল ( অব.) শরিফ উদ্দিন সাহেবের সঙ্গে একটি দলীয় সভার ছবি সংযুক্ত করা হয়েছে। নিউজটিতে উদ্দেশ্যমূলকভাবে আমাকে মাদকের গডফাদার হিসেবে উল্লেখ করে বিএনপির মনোনীত সম্মানিত প্রার্থীর সম্মান নষ্ট করা ও তাকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ঘায়েল করার একটি অশুভ ও অসৎ চক্রান্ত চরিতার্থ করার বিষয়টি নগ্নভাবে প্রকাশ করা হয়েছে। প্রথমেই আমি এই ধরণের মানহানিকর সিন্ডিকেট নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি। নিউজগুলি প্রকাশ প্রচারের আগে কোন সাংবাদিক আমার অথবা সম্মানিত বিএনপি প্রার্থীর সঙ্গে বক্তব্য গ্রহণের জন্য কথা বলেননি কিংবা যোগাযোগ করেননি যা সাংবাদিকতার নীতিমালাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি যে আমি কোনদিনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না এবং আজও এই ধরণের কার্যকলাপের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে কোথাও মাদকের মামলার কোন রেকর্ড নেই। এই সিন্ডিকেট নিউজের মাধ্যমে ব্যক্তিগতভাবে আমার ও বিএনপি মনোনীত প্রার্থীসহ জাতীয়তাবাদী দলের সম্মানহানি করা হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। এলাকায় বিভিন্ন ধরণের রাজনৈতিক ও সামাজিক কর্মকাÐের সঙ্গে জড়িত রয়েছি গত ৪০ বছর ধরে। এ কারণে গত ফ্যাসিষ্ট সরকারের আমলে আমাকে একাধিকবার গায়েবি মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। বিভিন্ন সময় আমি রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি। আমি গোদাগাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক একজন জনপ্রিয় কাউন্সিলর। বর্তমানে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। বাস্তবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা ও প্রতিহিংসামূলকভাবে বিএনপির জনপ্রিয় প্রার্থী জেনারেল শরিফকে ঘায়েল করতেই এই ধরণের বানোয়াট ও কল্পিত নিউজ পূর্বপরিকল্পিতভাবে একটি পেইড সিন্ডিকেটের মাধ্যমে প্রকাশ ও প্রচার করা হচ্ছে। এই ধরণের প্রতিহিংসা ও অপপ্রচারমূলক কর্মকাÐের তীব্র নিন্দা জানাচ্ছি।
আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে গোদাগাড়ীর ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকে মনোনয়ন বঞ্চিত একজন প্রার্থীর পক্ষে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরণের বিশৃঙ্খলা করা হচ্ছে। আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা ভালভাবেই জানি যে বিএনপির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ্যতর ব্যক্তি হিসেবে শরিফ উদ্দিন সাহেবকে প্রার্থী করেছেন। আমরা মাঠের কর্মী হিসেবে ধানের শীষের প্রার্থী জেনারেল শরিফকে বিপুল ভোটে বিজয়ী করতে দিনরাত কাজ করছি। মনোনয়ন বঞ্চিত ওই প্রার্থী কোনভাবেই সুবিধা করতে না পেরে প্রতিহিংসা চরিতার্থ করতে সিন্ডিকেট নিউজের মাধ্যমে বিএনপি প্রার্থীকে ঘায়েল করতে এসব অপকৌশলের আশ্রয় নিচ্ছেন যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। মনোনীত বিএনপি প্রার্থীকে টলাতে না পেরে মাদকের মতো একটি স্পর্শকাতর ইস্যুকে সামনে এনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন যা সুস্থ রাজনীতির লক্ষণ নয়। এই ধরণের সিন্ডিকেট অপপ্রচারের আশ্রয় না নিয়ে রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।
মো. নওশাদ আলী
সভাপতি, ৩ নং ওয়ার্ড বিএনপি
গোদাগাড়ী পৌরসভা, গোদাগাড়ী
রাজশাহী।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.