
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ বিদেশি পিস্তল ৬ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯বিজিবি)। আজ (শুক্রবার ২৮ নভেম্বর) সকাল ১০ টায় বিজিবি ৫৯ ব্যাটালিয়নে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক বলেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে একটি চোরাকারবারি দল বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি। সেই লক্ষ্যে গত এক মাস যাবত অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কিঃমিঃ সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দিকনির্দেশনায় গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত ৯ টায় চকপাড়া বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ নামক এলাকায় পাগলা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল মালিকবিহীন ০৩টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৬ রাউন্ড গুলি উদ্ধার কবে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, অভিযানে সীমান্ত এলাকা থেকে ৩ বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ০৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩০টি দেশী/বিদেশী পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।
এসময় তিনি আরো বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.