
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের হামলার শিকার হয়েছেন সময় টিভির প্রতিবেদক জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
সময় টিভির প্রতিবেদক হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম জানিয়েছেন বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলাম। এমন সময় আমিনুল ইসলামের সমর্থকরা হঠাৎ করেই আমি জাহাঙ্গীর আলম ও সহকর্মী এখন টিভির প্রতিনিধি সোহান মাহমুদকে আটকে দেন। এসময় আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। আরও বলেন একাধিকবার সাংবাদিক পরিচয় দিয়েও কোনো লাভ হয়নি। বরং আরও উত্তেজিত হয়ে তারা চারদিক থেকে ঘিরে ধরে আঘাত করতে থাকেন। এসময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া করেন আমিনুল ইসলামের সমর্থকরা।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (CTJA) নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, একজন সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য বড় হুমকি। তিনি বলেন, এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া না হলে আমিনুল ইসলামের সব ধরণের সংবাদ বর্জন করা হবে।
এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, বিষয়টি শুনেছি- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.