
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁদশিকারী সীমান্ত এলাকায় ২৩ নভেম্বর দিবাগত রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ গড়ের মাঠে একটি অভিযানে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অভিযানের স্থানটি বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ করা রয়েছে এবং বিপণনকারীরা তাদের সুযোগ গ্রহণ করতে পারে। এ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অবিলম্বে অভিযানটি শুরু করা হয় এবং টহল দল আখক্ষেতটি সঠিকভাবে তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তায় ঢুকানো অবস্থায় ৩,১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে উদ্ধার করা ট্যাবলেটগুলোকে সাধারণ ডায়েরীর মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মাদকসহ সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ত্বরান্বিত রয়েছে এবং এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.