মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :
বগুড়ার কাহালু যুব সমাজের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। খেলাপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে উৎসবের আমেজে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাইরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান বাবু।
এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুন্না, শরীফ হোসেন নিরব, আমিনুল ইসলাম, মশিউর রহমান, হাবিব, আরিফুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহনাফ, তুষার, রিহাদ, সৌখিন মুহিব হাসান, আতিক, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, কাহালু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হোসেন মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কাহালু পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ ফাহিম, সাধারণ সম্পাদক রিমন রাহাদ প্রমুখ।
ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি হয়ে উঠবে এক রোমাঞ্চকর ও প্রাণবন্ত প্রতিযোগিতা, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
রিপোর্টারের নাম 

















