নিজস্ব প্রতিবেদক
হাজারো জল্পনা কল্পনা শেষে রাজশাহী-১ আসনে বিএনপি’র পক্ষ থেকে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব, ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। আর তারি তথা ধানের শীষের জয়ের লক্ষে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ২টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় সাধারণ ভোটাদের নিয়ে উঠান বৈঠক ও দলীয় নেতা কর্মীদের নিয়ে সেন্টার কমিটি চলমান রেখেছেন পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
তানোরে বিএনপি ও মিজান এক সুতাই বাঁধা তা প্রমান করে দিয়ে আসছেন সেই স্বৈরাচার সরকারের আমল থেকে তিনি তবে এখন তানোরে অনেক নেতার আবির্ভাব হয়েছে যা আওয়ামী লীগ সরকারের আমলে দেখা মিলেনি। মিজানের বিরুদ্ধে প্রায় ২৭ টি মামলা সবি রাজনৈতিক যে খানে আওয়ামী লীগের আমলে দেশে হরি লুট চলছিলো সেখানে বিগত সময়ে তানোর পৌর মেয়র থাকা অবস্থায় তাঁকে ৭০ কেজি চাল চুরির মিথ্যা মামলায় জেলে যেতে হয়। এখানে শেষ না বছরের বেশি দিনি জেলে ও পালিয়ে থাকতে হয়েছে। তিনি জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হরতাল অবরোধ করেছেন তানোরে। কোটা আন্দোলনের সময়েও তাঁকে জেলে যেতে হয়েছিল।
আওয়ামী লীগ সরকারের পুরো আমলেই তাকে হামলা,মামলা,জেল,জুলুম সহ নানা নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।
বর্তমান তানোর উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপজেলার ৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার ৮১টি ওয়ার্ডের নেতাকর্মীর আস্থা ও পছন্দের শীর্ষে রয়েছে মিজান। উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই মিজানের উপস্থিত সেখানেই নেতাকর্মীদের ভিড় যেনো রাজনীতির মাঠে তিনি একজন আইডল হয়ে উঠছেন ।
বিএনপির আদর্শিত ও নির্যাতিত নেতা মিজান আগামী নির্বাচনে তানোরে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শরিফ উদ্দিনের জয়ের লক্ষে এই উপজেলার বিএনপি দলকে শক্তিশালি ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের মধ্যে থাকা সকল প্রকার ভেদাভেদ পিছনে ফেলে সকলকে এককাতারে নিয়ে আসার বড় ভূমিকা রেখেছেন তিনি।
তানোর উপজেলা বিএনপির সূত্র ও নেতাকর্মীর মতে,মিজানের নেতৃত্বে অতীতে বহু আন্দোলন-সংগ্রাম হয়েছে তাই আগামী জাতীয় নির্বাচনে উপজেলায় তার নেতৃত্বেই ধানের শীষের ভোট করবেন তারা তাকে ছাড়া অন্য কাউকে যোগ্য মনে করছেন না তৃণমূল ও সিনিয়র নেতারা।
বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদক বলেন, মিজানের নেতৃত্বে দলে ঐক্য ফিরে এসেছে তিনি তানোর বিএনপির বটবৃক্ষও প্রান তাঁর ছায়াতলে সবাই রাজনীতি করতে চান।
এবিষয়ে সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন,দল একটি পরিবাররে মতো এখানে বিভিন্ন মতের লোকের সমাগম ঘটে কিন্তু দিনশেষে আমরা ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন পক্ষে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।
রিপোর্টারের নাম 

















