নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার তানোর থানা, ভূমি অফিস বালিকা উচ্চ বিদ্যালয় ও তানোর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভা পরিদর্শন করেছেন। মঙ্গলবার ( ১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠানে সরেজমিন গিয়ে পরিদর্শন করেন।
স্কুল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ।
পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইদুর রহমান ও রেখা খাতুনসহ আরো উপস্থিত ছিলেন তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, এমদাদুল হক মন্ডল,তানোর পৌরসভা ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিল ও তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাবিবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ে একটি নারিকেল গাছ লাগান।
রিপোর্টারের নাম 

















