
মোঃ খোরশেদ আলম রাজ
রাজশাহীর বাগমারা উপজেলায় বিএনপির মনোনয়ন বঞ্চিত যুবদল নেতা রেজাউল করিম টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার(৯ নভেম্বর- ২৫) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা জানান, টুটুলের শ্বশুর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়ির মূল ফটকের পাশে কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে চারপাশের এলাকা কেঁপে ওঠে। ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আশে পাশের পরিবেশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশ পাশের বাড়িগুলোতেও।
বাড়ির মালিক ও স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর মোটরসাইকেলে করে কয়েকজন দ্রুত মাড়িয়া মোড়ের দিকের সড়ক ধরে পালিয়ে যায়।
খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত কৌটা সদৃশ বোমার অবশিষ্টাংশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি ভয়ভীতিমূলক হামলা হতে পারে। সঠিক কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
উল্লেখ্য, রেজাউল করিম টুটুল রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। সম্প্রতি রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় তিনি আলোচনায় ছিলেন।
এই বিষয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটে স্থলে পুলিশ গিয়েছে।
এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে দূষিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.