
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের নামা শিকারপুর গ্রামেন একজন পেশাদার সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাকিবের বাড়িতে হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কতিপয় লোকজনেরা।
এই হামলা চালানো হয় মৃত মোবারক মাষ্টারের পরিবারের মোঃ
মোস্তাফিজুরের হুকুমে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিবারের সামনেই মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং গৃহবন্দী হওয়ার নির্দেশ দেওয়া হয়।
সাংবাদিক রাকিব ও তাঁর পরিবার কারণ জানতে চাইলে তাঁরা বলেন মাদ্রাসার পাঁচি কেন দিয়ছো, সাংবাদিক রাকিব তখন বলেন রাস্তা বাদ দিয়ে পাঁচি দিয়েছি, তখন হামলা কারিরা বলেন বাড়ি থেকে বের হলে তোকে সহ তোর পরিবার কে হত্যা করে ফেলবো । একইসঙ্গে, হামলাকারীরা তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার বারান্দা ভেঙে দেওয়া সহ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে।
সাংবাদিকটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত নওগাঁ জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে তদন্ত এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকীল জানান, অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.