রাজশাহী তানোর সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। বৃহস্পতিবার ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে অফিসটি পরিদর্শন করেন তিনি। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান, এসিল্যান্ড শিব শংকর বসাক ও কানুনগো (অতিরিক্ত দায়িত্বরত কর্মকর্তা) সার্ভেয়ার আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন , তানোর সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজিবসহ অফিসের কর্মচারীবৃন্দ। অফিসটি পরিদর্শন শেষে জবাবদিহিতামূলক সেবার জায়গা থেকে আন্তরিকতার সহিত সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন এবং জনগণ যাতে সহজভাবে সেবা পান সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন । এছাড়াও দিক নির্দেশনামূলক কথা বলে ডিজিটাল রেকর্ড হাল নাগাদের স্বার্থে সবাইকে ভূমি উন্নয়ন কর প্রদান এবং নামজারি করার পরামর্শ দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার চিত্রলেখা নাজনীন।
রিপোর্টারের নাম 

















