
মোঃ খোরশেদ আলম রাজ
রাজশাহীর বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় দুই কোটি টাকার মাছ নিধন হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় ২ কোটি টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় দেশে বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে। হাবিবুর রহমান রাজশাহী-৪ (বাগমারা) আসনের মনোনয়ন বঞ্চিত কামাল হোসেনের অনুসারী এবং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই সঙ্গে বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য।
চেয়ারম্যান জানান, গতকাল রাতে দুষ্কৃতকারীরা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করেছে। পুকুরে বিষ প্রয়োগে মৃত মাছগুলো ভেসে উঠতে দেখেছেন পাহারাদার। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত মাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসার পাশাপাশি পুকুরে মাছ চাষ করে আসছেন। তাঁর কয়েকটি পুকুর রয়েছে এবং এগুলো ইজারা নিয়ে পরিচালনা করছেন। একটি পক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে থাকার কারণে এই ক্ষতি করা হয়েছে। পুকুরে বিষ দিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
হাবিবুর রহমান আরও বলেন, "আমি বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেনের অনুসারী। রাজনৈতিক কারণে পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে।" তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
এই বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনার স্হলে পুলিশ গিয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.