
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন আলহাজ্ব নবীর উদ্দিন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে মানিকদিপা উত্তর পাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (১ নভেম্বর ২০২৫) বাদ জোহর নিজ গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সম্মানিত খতিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মানিকদিপা দারুস দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, সহ-সুপার ফজলুর রহমানসহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
মরহুমের মেজো ছেলে আব্দুল মোমিন জানান, তাঁর বাবা প্রায় ৩০ বছর ধরে বিনা পারিশ্রমিকে সততার সঙ্গে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। অসুস্থতার সময় তাঁরা তিন ভাই পালাক্রমে সেই দায়িত্ব পালন করতেন।
মৃত্যুকালে আলহাজ্ব নবীর উদ্দিন তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.