
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের মানুষের কাছে বিএনপি এখানো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন। তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনও দেশের জনগণের বিপক্ষে যায়নি। বিএনপি একমাত্র দল, যারা দেশের গণতন্ত্রকে লালন করে। গত
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর থেকে মধ্য রাত অবধি তানোর উপজেলার মুন্ডুমালা ও তানোর পৌরসভা একাধিক এলাকা ছাড়াও চাঁন্দুড়িয়া, কামারগাঁ ও পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণসংযোগ, নারীদের সঙ্গে উঠান বৈঠক ও পথাসভায় তিনি এসব কথা বলেন। এর আগে, শরীফ উদ্দীন দর্লীয় নেতৃবৃন্দের নিয়ে পর্যায়ক্রমে অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দীন, তালন্দ ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মুনসুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদিন মুন্সী ও আব্দুস সামাদের বাসায় গিয়ে তাদের খোঁজ-খবর নেন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের দলের এ মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল অবঃ শরীফ আরও বলেন, দেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার ছয় বছরের অধিক সময় অবৈধভাবে জেলে আটকে রেখে নির্যাতন করেছেন। তারপরও নেত্রী ফ্যাসিস্টদের সঙ্গে আতাত করেননি, মাথা নত করেননি, দেশ ছেড়ে পালায়নি। সোনা পুড়লে যেমন খাটি হয়, তেমনি লোহা পুড়লে ইস্পাত হয়ে অনেক শক্ত হয়। ঠিক তেমনটি বিএনপির নেতা কর্মীরা ইস্পাতের চেয়ে শক্ত সোনার মতো খাটি।
তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার ও ডাঃ মিজানুর রহমান মিজানপ্রমুখ।
এ-সময় অন্যান্যের মধ্যে, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক রেজওয়ানুল ইসলাম রেজা, সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন।এছাড়াও উপজেলা, দুই পৌরসভা এবং সাত ইউনিয়নের (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.