নিজস্ব প্রতিবেদক
আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও আগামী প্রজন্মের দুর্নীতিমুক্ত দেশ গড়তে আপনাদের কাজ করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগনের উদ্দেশ্যে এ কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্নাসচিব মনিরুজ্জামান ভূঁঞা।
চলতি মাসের ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে রাজশাহী তানোর উপজেলায় আসেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মনিরুজ্জামান ভূঁঞা। এই আগমনের উদ্দেশ্য তিনি তানোরের শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করার লক্ষ্যে। তিনি ২০১৪ সালে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন, কর্মরত থাকাকালীন তার কাজের দক্ষতা ও উন্নয়ন এখনো এই উপজেলা বাসী মনে রেখেছেন।
এই উপজেলার শিক্ষার উন্নয়নের লক্ষ্যে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণদের সাথে মতবিনিময় করেন যুগ্মসচিব মনিরুজ্জামান ভূঁঞা। তিনি বক্তব্য দেওয়ার আগেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কথা শুনেন পরে তিনি তার বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্য শিক্ষার মান উন্নত ও ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ গড়তে ভুমিকা রাখ সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি।
মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা ভূমি কর্মকর্তা শিব শংকর বসাক। সহকারী শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,তানোর মাধ্যমিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, সরকারি প্রকৌশলী (বিএমডিএ) জামিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.