০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জপ লালন সাঁইয়ের ১৩৫তম তিরাধান দিবস উদযাপন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে লালন সাঁইয়র ১৩৫তম তিরাধান দিবস। “মানুষ ভজল সোনার মানুষ হবি” ফকির লালন সাঁইয়ের এই কালজয়ী মানবতাবাদী বাণীকে ধারণ করে দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডমীর যৌথ উদ্যাগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলজর অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম মাস্তফা মটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। বক্তারা, লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবপ্রেম ও সাম্যর চেতনা তুলে ধরেন। তাঁরা বলেন, লালনের বাণী শুধু সংগীত নয়, এটি এক গভীর জীবনদর্শন, যা মানুষ মানুষ বিভেদ ভুলে ঐক্যর বার্তা দেয়। তাঁর ভাবধারা আজও সমাজ সম্প্রীতি ও মানবতার আলো ছড়াই। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, লালন সাঁইয়ের শিক্ষা আমাদর শিখিয়েছে ধর্ম, জাতি বা বর্ণর ঊর্ধ মানুষই সর্বাচ্চ। তাঁর দর্শন আজও প্রাসঙ্গিক। আমরা যদি লালনের মানবতার বাণী জীবন ধারণ করত পারি, তবে সমাজ থেকে ঘৃণা, হিংসা ও বৈষম্য দূর হবে। লালনের দর্শন অনুপ্রাণিত এই আয়াজনটি চাঁপাইনবাবগঞ্জ মানবতা ও ঐক্যের এক নতুন সুর ছড়িয় দিবে। আলাচনা শেষে শিল্পীদর অংশগ্রহণে পরিবশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা পরিবশন করেন লালন গীতি, বাউল সুর ও মানবতার গান। দর্শক-শ্রোতারা লালনের মহত্বের দর্শনে মুগ্ধ হয় গানগুলার সাথে গলা মেলান। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি কর্মী, শিক্ষক, ছাত্রছাত্রী, সাহিত্যপ্রেমী ও বিভিন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তানোরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পোড়ানো হলো পরিপক্ক ধানক্ষেতের ফসল

চাঁপাইনবাবগঞ্জপ লালন সাঁইয়ের ১৩৫তম তিরাধান দিবস উদযাপন

আপডেট সময় : ১২:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে লালন সাঁইয়র ১৩৫তম তিরাধান দিবস। “মানুষ ভজল সোনার মানুষ হবি” ফকির লালন সাঁইয়ের এই কালজয়ী মানবতাবাদী বাণীকে ধারণ করে দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডমীর যৌথ উদ্যাগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলজর অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম মাস্তফা মটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। বক্তারা, লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবপ্রেম ও সাম্যর চেতনা তুলে ধরেন। তাঁরা বলেন, লালনের বাণী শুধু সংগীত নয়, এটি এক গভীর জীবনদর্শন, যা মানুষ মানুষ বিভেদ ভুলে ঐক্যর বার্তা দেয়। তাঁর ভাবধারা আজও সমাজ সম্প্রীতি ও মানবতার আলো ছড়াই। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, লালন সাঁইয়ের শিক্ষা আমাদর শিখিয়েছে ধর্ম, জাতি বা বর্ণর ঊর্ধ মানুষই সর্বাচ্চ। তাঁর দর্শন আজও প্রাসঙ্গিক। আমরা যদি লালনের মানবতার বাণী জীবন ধারণ করত পারি, তবে সমাজ থেকে ঘৃণা, হিংসা ও বৈষম্য দূর হবে। লালনের দর্শন অনুপ্রাণিত এই আয়াজনটি চাঁপাইনবাবগঞ্জ মানবতা ও ঐক্যের এক নতুন সুর ছড়িয় দিবে। আলাচনা শেষে শিল্পীদর অংশগ্রহণে পরিবশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা পরিবশন করেন লালন গীতি, বাউল সুর ও মানবতার গান। দর্শক-শ্রোতারা লালনের মহত্বের দর্শনে মুগ্ধ হয় গানগুলার সাথে গলা মেলান। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি কর্মী, শিক্ষক, ছাত্রছাত্রী, সাহিত্যপ্রেমী ও বিভিন শ্রেণি-পেশার মানুষ।