০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাজাহানপুরে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের আত্মহত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
:

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া কালী মন্দির এলাকায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছেন নিতাই চন্দ্র (৩২) নামে এক যুবক। বুধবার (১৫ অক্টোবর) রাতে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নিতাই চন্দ্র পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এতে ব্যবসা ও ব্যক্তিগত জীবনের সব সঞ্চয় হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশার একপর্যায়ে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন।
অচেতন অবস্থায় স্বজনরা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার সচেতন মহল জানান, অনলাইন জুয়ার মাধ্যমে সহজে অর্থ উপার্জনের আশায় অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। এতে পরিবার ও সমাজে বাড়ছে নানাবিধ সামাজিক সমস্যা। তারা অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, “ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১ মানব পাচারকারীসহ ৪জন আটক

শাজাহানপুরে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
:

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া কালী মন্দির এলাকায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছেন নিতাই চন্দ্র (৩২) নামে এক যুবক। বুধবার (১৫ অক্টোবর) রাতে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নিতাই চন্দ্র পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এতে ব্যবসা ও ব্যক্তিগত জীবনের সব সঞ্চয় হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশার একপর্যায়ে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন।
অচেতন অবস্থায় স্বজনরা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার সচেতন মহল জানান, অনলাইন জুয়ার মাধ্যমে সহজে অর্থ উপার্জনের আশায় অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। এতে পরিবার ও সমাজে বাড়ছে নানাবিধ সামাজিক সমস্যা। তারা অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, “ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”