
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ঘাট ইজারাদাররা। তাদের দাবি, প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ীই যাত্রী ও মালামালের টোল আদায় করা হয়। কোনো যাত্রী বা মরদেহ বহনকারী নৌযানকে জোরপূর্বক থামানো বা অতিরিক্ত টাকা আদায়ের প্রশ্নই আসে না।

ইজারাদার প্রতিনিধিরা বলেন, “আমরা কখনো মৃত্যুবাহী মরদেহ বা জানাজায় অংশ নিতে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো টোল নিই না। কিছু অনলাইন নিউজ পোর্টাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে—আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তারা আরও জানান, পদ্মা নদীর চরাঞ্চল এলাকার মানুষ বহু বছর ধরে নিরাপদে ও নিয়মতান্ত্রিকভাবে এই খেয়াঘাট ব্যবহার করছেন। “যাত্রী পারাপারের ভাড়া ৪০ টাকা নির্ধারিত, পণ্যের ভাড়া আকার ও ওজন অনুযায়ী নেওয়া হয়। কোনো সেলাই মেশিনের জন্য ৩০০ টাকা দাবি করা হয়নি,” — দাবি ইজারাদারদের।
ঘটনার পর উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখেছে এবং কোনো অনিয়মের প্রমাণ মেলেনি বলেও তারা জানান। ইজারাদাররা প্রশাসনের কাছে দাবি করেন, ঘাটের ভাবমূর্তি নষ্টে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।
ইজারাদারদের দাবি, বর্তমানে খেয়াঘাটে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে, যাত্রীরা নিয়ম অনুযায়ী ভাড়া দিয়ে নিরাপদে পারাপার হচ্ছেন।